বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ছাড়া কোনও সমাজ সঠিক পথে এগোতে পারে না।
🔺 আমরা একতাই শক্তি, একতাই বল — এই স্লোগানকে অন্তরে ধারণ করে, BiRC দৃঢ়ভাবে ঘোষণা করছে:

আমাদের লক্ষ্য:
✅ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তোলা
✅ নির্যাতনের শিকার সাংবাদিকদের আইনি সহায়তা প্রদান
✅ নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে সোচ্চার আন্দোলন
✅ গণমাধ্যমে ভয়ভীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে জনমত গঠন
✅ সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি
আমাদের করণীয়:
📢 বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন
⚖️ আইনজীবী প্যানেলের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা
📝 তথ্যসংগ্রহ ও নির্যাতনের ঘটনার নথিভুক্তকরণ
🤝 মানবাধিকার সংস্থা, গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের সঙ্গে ঐক্যবদ্ধ প্রয়াস
📡 অনলাইন ও অফলাইন মাধ্যমে ক্যাম্পেইন চালানো
—
BiRC-এর পক্ষ থেকে আমরা সমস্ত সাংবাদিক সমাজ, নাগরিক সমাজ এবং তরুণ প্রজন্মকে আহ্বান জানাই—
এসো, এক হয়ে দাঁড়াই! সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলুন, ন্যায়ের পক্ষে বলুন।
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC)
সত্যের পথে, অন্যায়ের বিরুদ্ধে।